যুক্তরাজ্য গেছেন এবি পার্টির সদস্য সচিব মঞ্জু
সাংগঠনিক কাজে যুক্তরাজ্য সফরে গেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
রবিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু ঢাকা টাইমসকে জানান, যুক্তরাজ্যে এক সপ্তাহ অবস্থান করবেন। এই সময়ে তিনি যুক্তরাজ্যে সাংগঠনিক কর্মীসভায় যোগ দেওয়াসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি দলের সাবেক প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেবেন।
গত কয়েকমাস ধরে প্যানক্রিয়াটিক ক্যান্সার জনিত মারাত্মক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ব্যারিস্টার রাজ্জাক। সম্প্রতি তার ঝুঁকিপূর্ণ অপারেশনও সম্পন্ন হয়েছে। অসুস্থতার কারণে এবি পার্টির প্রধান উপদেষ্টার পদও ছেড়ে দিয়েছেন তিনি।
আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মজিবুর রহমান মঞ্জুর দেশে ফেরার কথা রয়েছে।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেবি/এমআর)