সুনামগঞ্জে সিগারেট না দেওয়ায় যুবককে হত্যা
সিগারেট না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে মোহাম্মদ কুরবার আলী (২৭) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামে চলতি নদীর তীরে এই ঘটনা ঘটে।
নিহত কুরবার আলী সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামের ধন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন নৌ-শ্রমিক।
এ ঘটনায় ঘাতক আবেদিনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। সে একই এলাকার পণ্ডিত মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিহত মোহাম্মদ কুরবার আলী খাওয়ার নদীর পাড়ে বসে ছিলেন। এসময় আবেদিন তার কাছে সিগারেট চায়। সিগারেট না দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবেদিন বাঁশ দিয়ে কুরবারকে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ। ঘাতককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/পিএস)