লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত আব্দুল করিমের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ৮টায় স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
নিহত আব্দুল করিম ৪নং বগাচতর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মারিশ্যারচর অফিসটিলা এলাকার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।
এর আগে রবিবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের উপরে ঝুলে থাকা তারের নিচ দিয়ে বোট চালিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায় আব্দুল করিম। দীর্ঘ ১২ ঘণ্টা নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধার করা হলো।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, বিদ্যুতের বিপজ্জনক লাইন এত বড় টানা দিয়ে পানির সামান্য উপর দিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় এরকম দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এক বছর আগেও এই জায়গার অত্যন্ত কাছাকাছি পানির উপরে ঝুলে থাকা আরেকটি বিদ্যুতের লাইনে বোট আরোহী একজন নিহত হন। অথচ এখন পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
এ ব্যাপারে উপজেলা আবাসিক প্রকৌশলী সাগর বলেন, ‘আমরা ইতোমধ্যে তদন্ত করে খোঁজখবর নিয়েছি। এর সুষ্ঠু সমাধান যাতে হয় সে ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।’
লংগদু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সূর্য আলো চাকমা বলেন, ‘ডুবুরি দল না থাকায় জেলা সদর হতে ডুবুরি দল আনতে হয়েছে। লংগদু ফায়ার স্টেশনে ডুবুরি দল থাকলে উদ্ধার কাজ আরও দ্রুত করা সম্ভব হতো।’
তিনি আরও বলেন, লংগদু উপজেলা যেহেতু নদীবিধৌত, তাই এই স্টেশনে ডুবুরি দল অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এজে)