মঙ্গলবার রাবিতে যাবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্টেডিয়ামে একটি ফেন্ডলি ফুটবল ম্যাচের উদ্বোধন করবেন তিনি।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাবির জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
তিনি বলেন, ‘মঙ্গলবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আসবেন। তিনি হয়তো বেশি সময় থাকবেন না। বিকালের দিকে স্টেডিয়ামে একটা ম্যাচ হবে সেখানে তিনি উদ্বোধন করবেন।’
এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সমন্বয়কদের সঙ্গে দেখা করবেন তিনি।প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্টেডিয়ামে একটি ফেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে।
(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)