উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২ 

উখিয়ায় (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৪ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫২

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক দুটি ঘটনায় সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। রবিবার মধ্যরাতে উখিয়ার কুতুপালং লাল পাহাড়ে এবং সোমবার ভোরে উখিয়ার জামতলী ক্যাম্পে এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে কুতুপালং লাল পাহাড়ে নিহত হয়েছেন ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সি-১ ব্লকের রশিদ আহমেদের ছেলে কবির আহমেদ (২৭) এবং জামতলী ১৫ নম্বর ক্যাম্পে নিহত হয়েছেন হাবিবের ছেলে নুর বশর (৫৪)।

ওসি জানান, মরদেহ দুটির সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :