জেলখানার ভাইদের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি: সহকারী অ্যাটর্নি জেনারেল 

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৯

বাংলাদেশের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. জোবায়দুর রহমান বাবু বলেছেন জেলখানায় ভাইদের কথা শুনেছি, নেতৃবৃন্দের কথা শুনে, আবেগে চোখের পানি ধরে রাখতে পারিনি। পুলিশ কোর্টের পেছন দিক থেকে ধরে নিয়ে গেছে এক সপ্তাহেও খবর পাইনি। আমাদের অপরাধ ছিল, আমরা আওয়ামী লীগ বিরোধী কথা বলি। এ কথা বলার কারণে আইনের তোয়াক্কা না করে ফাঁসি দেওয়া হয়েছে। তবে আমরা দেশকে ভালোবাসি, দেশে আইনের শাসন চাই।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি উপজেলার বিএমআই স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এখন অনেকেই আমাকে ফোন করে বলছেন, আমিতো কোনো অপরাধ করিনি, শুধু দলের পদে আছি। তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি, আমাদের ক্ষত এখনো শুকায়নি।

ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জামায়াত ইসলামির উপজেলা আমির ডা. মো. সুজাইল ইসলাম, জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, ছাত্র শিবিরের জয়পুরহাট জেলা সভাপতি জুয়েল হোসেনসহ জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাঁচবিবির রংধনু সামাজিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. জোবায়দুর রহমানকে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :