শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত
যশোরের শার্শায় টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার কোদালের আঘাতে ছেলে বাপ্পি মিয়া (২৫) নিহত হয়েছে।
সোমবার দুপুরে ঢাকার মহাখালীতে ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের চাচা আক্তারুজ্জামান বলেন, গতকাল শনিবার দুপুরে কাঠুরিয়া গ্রামে হাত খরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে ছেলের কথা কাটাকাটি হয়। এতে বাবা চান্দু মিয়া ক্ষিপ্ত হয়ে বাড়ির উঠানে থাকা কোদালের আছাড় দিয়ে বাপ্পির মাথায় এলোপাথাড়ি আঘাত করে। এতে গুরুতর আহত হয় বাপ্পি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে ঢাকায় নিয়ে যেতে বলেন। আজ সোমবার দুপুরে ঢাকার মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/পিএস)