সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সভা ভন্ডুল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার অংশ হিসেবে সাতক্ষীরায় কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে হওয়া অনুষ্ঠান ভন্ডুল করে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আকরাম হোসাইন রাজকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হলে হট্টগোল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মুহূর্তেই অডিটোরিয়ামটি উত্তাল হয়ে ওঠে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ মঞ্চে ওঠা মাত্রই ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় পৌর ছাত্রদলের নেতা আনারুল ইসলাম সান মঞ্চে উঠে মাইক হাতে বলতে শুরু করেন, সাতক্ষীরায় আন্দোল শুরু হওয়ার পর থেকে আমরা (ছাত্রদল) সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম, সাতক্ষীরা জেলায় কোনো বৈষম্য চলবে না। যেসব ভাইয়েরা ঢাকা থেকে এসেছেন, আপনারা আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছেন। আজকের প্রোগ্রাম আমরা হতে দেবো না, অবিলম্বে আপনারা এই স্থান ছেড়ে চলে যান।
পরে ছাত্ররা অডিটোরাম ছেড়ে বাইরে চলে আসেন। এসময় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখোমুখি অবস্থান নেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, আগে থেকে আমাদের কাছে তথ্য এসেছিল আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। এজন্য আমি অতিরিক্ত পুলিশ প্রদান করেছিলাম এবং যেটা আমি শুনেছি তাদের সমন্বয়কদের ভিতরেই মূলত গ্রুপিংটা হচ্ছে। ভুল বোঝাবুঝি হয়েছে যার জন্য আজকের প্রোগ্রামটি সম্পন্ন হয়নি।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/পিএস)