লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে কাজ করছে ছাত্রদল
প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫
লক্ষ্মীপুরে অতিবৃষ্টি ও বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ সড়ক। রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যান চলাচলে বেড়েছে দুর্ভোগ। জনদুর্ভোগের কথা চিন্তা করে খানাখন্দে ভরা এসব রাস্তা সংস্কার নেমেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
গত কয়েকদিনে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ, ভবানীগঞ্জ, দিঘলী, মান্দারিসহ বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তা সংস্কার করেছে তারা।
সরেজমিনে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে গিয়ে দেখা গেছে, সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু ও সদস্য সচিব বায়েজিদ ভূঁইয়ার নেতৃত্বে একঝাঁক ছাত্রদল পিকআপ ভ্যান ভর্তি বালু ও ইটের খোয়া দিয়ে খানাখন্দে ভরা সড়ক সংস্কার করে চলছেন।
জানা গেছে, সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের উদ্যোগে প্রায় ১০কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। এরমধ্যে তেওয়ারিগঞ্জ নতুন বাজার থেকে মৌলভীর হাট রাস্তার প্রায় সাড়ে চার কিলোমিটার ভবানীগঞ্জ মেঘনা বাজার থেকে চর মার্টিন তিন কিলোমিটার, ভবানীগঞ্জ চকবাজার থেকে রাজা মার্কেট তিন কিলোমিটার রাস্তা সংস্কার করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গত চার দিন নিরলস পরিশ্রম করছেন তারা।
এছাড়া চন্দ্রগঞ্জ থানা ছাত্রদল, সদর উপজেলা পশ্চিম ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করতে দেখা যায়।
সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু জানান, ‘বন্যায় ছাত্রদল খাদ্যসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে ছিল। বন্যা পরবর্তী সময়ে রাস্তাগুলোর বেহাল চিত্র ফুটে উঠলে ছাত্রদলের নেতাকর্মীরা সেসব সংস্কারে কাজ করছে। সদর উপজেলা (পূর্ব) ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্ব-স্ব এলাকার রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে।’
তিনি জানান, ‘কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির অনুপ্রেরণায় ও জেলা ছাত্রদলের নির্দেশে ছাত্রদলের এ কাজের ধারা অব্যাহত থাকবে।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গণ-মানুষের দল বিএনপি। দেশের প্রতিটি দুর্যোগ-দুর্দিনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে মানুষের পাশে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ ছাত্রদল মানবিক কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘বন্যার সময় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। এখন আমাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রাস্তা সংস্কারে কাজ করছে। ছাত্রদলের নেতাকর্মীরা দেশের সকল সংকট মূহুর্তে জনগণের পাশে ছিল, আছে, থাকবে।’
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এজে)