মূল ফটক বন্ধ করে ভিসি নিয়োগের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন
উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক বন্ধ করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এসময় এক দিনের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের মূল গেটে অবস্থান নেন। এসময় প্রায় দুই ঘণ্টা মানববন্ধন করেন তারা।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন– ‘আর নয় বিজ্ঞাপন দিতে হবে প্রজ্ঞাপন’, শিক্ষার্থীদের লক্ষ্য ভিসি হবে দক্ষ’, ‘ঢাবি-রাবি সবাই পেল, চবি কেন পিছিয়ে গেল’, ‘এক দফা এক দাবি অতি দ্রুত প্রজ্ঞাপন জারি’, ‘ঢাবি রাবি স্বর্গে চবি কেন মর্গে।’
শিক্ষার্থীরা বলেন, ‘বিগত সময়েও আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমরা সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। আমরা এখন আর বৈষম্য চাই না। যেখানে ঢাবি, জাবি, রাবি ভিসি পায়, সেখানে আমরা ভিসি পাইনি। অথচ কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনে অগ্রণী ভূমিকা পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।’
তারা আরও বলেন, ‘শিক্ষার্থীদের আত্মাহতির মধ্যদিয়ে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। ঢাবি, জাবি, রাবির ভিসি নিয়োগ হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ভিসি না থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে। ভেঙে গেছে একাডেমিক ও প্রশাসনিক কাঠামো। দফায় দফায় আল্টিমেটাম দিয়েও কোনো সুরাহা হয়নি। দ্রুত ভিসি নিয়োগ না দিলে আগামীকাল থেকে কঠোর আন্দোলন।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এজে)