স্ট্যান্ডার্ড ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
ঢাকা টাইমস ডেস্ক
| প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫০
স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও নির্বাহীবৃন্দের অংশগ্রহণে ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এই মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিং-এ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান এবং এসইভিপি ও চিফ রেমিটেন্স অফিসার মো. মোশাররফ হোসাইন উপস্থিত ছিলেন এবং অনলাইনে যুক্ত ছিলেন এসইভিপি ও খুলনা রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার।
ব্যাংকের সকল শাখার শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং নির্বাহীবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন। সভাপতি ২০২৪ সালের জন্য নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)