বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা নিয়ে শর্টফিল্ম

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৯

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষ। ২০১৯ সালের ৭ অক্টোবরের গভীর রাত। হলটির আবাসিক ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিল বুয়েট ছাত্রলীগের একদল কর্মী। ছাত্র সংগঠনটির সেই পৈশাচিকতা গোটা দেশ নাড়িয়ে দিয়েছিল।

পাঁচ বছর পর সেই আবরার ফাহাদ হত্যা নিয়ে নির্মিত হয়েছে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদ সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেন। শর্টফিল্মটিতে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

গেল সোমবার জিসু এন্টারটেইনমেন্টের পেজ থেকে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করা হয়। সেটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আসছে...‘রুম নম্বর ২০১১’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ এবং আমেরিকায় একই সময়ে রিলিজ হবে।’

যদিও সেই পোস্টারে কোথাও আবরার ফাহাদের নাম উল্লেখ করা নেই। তবে সিনেমাটির নির্মাতা জিসান আহমেদ বলেছেন, ‘এটি আবরার ফাহাদের ঘটনা অবলম্বনে নির্মাণ হচ্ছে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ৭ অক্টোবর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে সিনেমাটি মুক্তি দেওযার ইচ্ছা আছে।’

প্রসঙ্গত, ফেসবুকে ভারতবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে তার দুটি মোবাইল ফোন ও ল্যাপটপসহ ২০১১ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার সঙ্গে নির্মম নির্যাতন চালায় ছাত্রলীগের কর্মীরা। মারা যায় আবরার ফাহাদ।

নির্মম ওই হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠেন বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। পরে খবরে আসে, সেই ২০১১ নম্বর রুমটিকে ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করতো ছাত্রলীগ। সেখানে যাকে-তাকে তুলে নিয়ে চালানো হতো অমানসিক নির্যাতন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :