মাঠে লড়ছেন সাকিব-শান্তরা, ধারাভাষ্যে তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৮

দুই ম্যাচের টেস্টে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমে পেসার হাসান মাহমুদের তোপে সাজঘরে ফিরে গেছে ভারতীয় চার ব্যাটার। মাঠে হাসান মাহমুদ, সাকিব, শান্তরা লড়াই করলেও লাল-সবুজের প্রতিনিধি হিসেবে তাদের সঙ্গে আছেন তামিম ইকবালও। তবে বাইশগজের লড়াইয়ে নয়, আতহার আলী খান, হার্শা ভোগলে ও দিনেশ কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক এই টাইগার অধিনায়ক।

গত জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন। এবার ভারত সিরিজ দিয়ে পুরোদমে ধারাভাষ্যকারের কাজটা শুরু করলেন টাইগার এই ওপেনার। গোটা সিরিজেই আতহার আলী খানের সঙ্গে ধারাভাষ্যকারের ভূমিকায় তামিমকেও দেখা যাবে।

চেন্নাইয়ে টস জিতে ফিল্ডিংয়ে নেমে নতুন বলে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ৯৬ রান তুলতেই চার ব্যাটারকে হারিয়ে ফেলে ভারত। বাংলাদেশের দারুণ শুরুতে প্রেসবক্সে শুরুটাও রঙিন হয়েছে তামিম ইকবালেরও।

বাংলাদেশের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে ভারত। স্বাগতিকদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও যশস্বী জয়সাওয়াল। শুরু থেকেই দেখেশুনেই খেলতে থাকেন এই দুই ব্যাটার। ইনিংসের তৃতীয় ওভারেই হাসান মাহমুদের স্ট্যাম্প করিডোরে করা বল সজোরে আঘাত হানে অধিনায়ক রোহিত শর্মার প্যাডে। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক শান্ত। তবে, টিভি রিপ্লেতেও আম্পায়ারের সিদ্ধান্তে অনড় থাকেন থার্ড আম্পায়ার।

তবে জীবন পেলেও রোহিতকে বেশিদূর এগোতে দেননি পেসার হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলে সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান হিটম্যান রোহিত শর্মা। আউট হওয়ার আগে করেন ১৯ বলে ৬ রান। তার বিদায়ে ১৪ রানেই প্রথম উইকেট হারায় ভারত।

রোহিতের বিদায়ের পর শুভমান গিলকে নিয়ে জুটি গড়েন যশস্বী জয়সাওয়াল। তবে এই জুটিকেও বেশিদূর আগাতে দেননি হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান শুভমান গিল। তার বিদায়ে ২৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

শুভমান গিলকে ফেরানোর পর ভারত শিবিরে আবারও আঘাত হানেন হাসান মাহমুদ। এবার তার শিকার বিরাট কোহলি। হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান বিরাট। তার বিদায়ে ৩৪ রানেই সাজঘরে ফিরে যান ভারতের তিন টপ অর্ডার ব্যাটার।

৩৪ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন যশস্বী জয়সাওয়াল ও ঋষভ পান্ত। তিন টাইগার পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা ভাঙতে ব্যর্থ হন এই জুটি। এরপরেই বোলিংয়ে আনা হয় স্পিনার মেহেদী হাসান মিরাজকে। তবে তিনিও ব্যর্থ হন।

এরপর ইনিংসের ২২তম ওভারে তাসকিনের সামনে সুযোগ ছিল এই জুটি ভাঙার। তাসকিনের বলে স্লিপে সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে দেন ঋষভ পান্ত, তবে ক্যাচটি তালুবন্দী করতে ব্যর্থ হন সাদমান। যার ফলে জীবন পান ঋষভ পান্ত।

যশস্বী জয়সাওয়ালকে নিয়ে মধ্যাহ্ন বিরতির আগের সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন ঋষভ পান্ত। এই জুটির কল্যাণে প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় ভারত।

মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে দেখেশুনেই খেলতে থাকেন এই দুই ব্যাটার। তবে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনের শুরুতেই আঘাত হানেন হাসান মাহমুদ।

হাসানের বলে কাট করতে গিয়ে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ঋষভ পান্ত। আউট হওয়ার আগে করেন ৫২ বলে ৩৯ রান। তার বিদায়ে ভাঙে ৬২ রানের জুটি। বর্তমানে ক্রিজে অপরাজিত আছেন যশস্বী জয়সাওয়াল ও লোকেশ রাহুল

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :