টলিউডের নায়ক দেবকে নিয়ে যে স্বপ্ন দেখেন চয়নিকা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩২

ওপার বাংলার সুপারহিট নায়কদের মধ্যে অন্যতম দীপঙ্কর অধিকারী দেব। অ্যাকশন, কমেডি এবং প্রেমের সিনেমায় কলকাতার পরিচালকদের প্রথম পছন্দ তৃণমূল কংগ্রেসের এই সাংসদ অভিনেতা। নির্মাতা ও প্রযোজকরা কত স্বপ্ন দেখেন দেবকে নিয়ে।

তবে শুধু টলিউড পরিচালক-প্রযোজকরাই নন, দেবকে নিয়ে স্বপ্ন দেখেন বাংলাদেশের নির্মাতা চয়েনিকা চৌধুরীও। যিনি ‘বিশ্বসুন্দরী’সহ এরইমধ্যে তিনটি সিনেমা বানিয়ে বেশ সাড়া ফেলেছেন। নাটক বানিয়েছেন চার শতাধিক।

সম্প্রতি কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চয়নিকা জানালেন, তিনি নায়ক দেবকে নিয়ে একটা প্রেমের সিনেমা বানানোর স্বপ্ন দেখেন।

চয়নিকার কাছে সঞ্চালকের প্রশ্ন ছিল, ‘টলিউডে বাংলা সিনেমা পরিচালনা করবেন কী না? করলে নায়ক-নায়িকা কারা হবেন? উত্তরে দেবকে নিয়ে উচ্ছাস প্রকাশ করেন চয়নিকা।

এই নারী নির্মাতা বলেন, ‘টলিউডে আমার পছন্দের একগুচ্ছ মানুষ আছেন। সব সময়ের প্রিয় উত্তম কুমার-সুচিত্রা সেনের সিনেমা। কিন্তু দেবকে কী যে ভালো লাগে! ওর মধ্যে নায়কের সমস্ত গুণ রয়েছে। খুব আপন মনে হয় ওকে। দেবকে নিয়ে একটা প্রেমের ছবি বানানোর স্বপ্ন দেখি। লোকে বলে, আমি নাকি প্রেমের গল্প খুব ভালো বানাতে পারি।’

দেবকে নিয়ে প্রেমের সিনেমা বানালে সেখানে নায়িকা হিসেবে কাকে নিতে পারেন, তাও জানান চয়নিকা। তিনি পরীমনি ও শবনম বুবলীর নাম উল্লেখ করেন। বলেন, ‘আমার প্রথম মেয়ে (পরীমনি) যেমন দেখতে, তেমনই মিষ্টি স্বভাবের। দ্বিতীয়জন (বুবলী) দুর্দান্ত পেশাদার।’

প্রসঙ্গত, চয়নিকা চৌধুরী নির্মিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’র নায়িকা পরীমনি। তাকে তিনি নিজের মেয়ে হিসেবে দেখেন বলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে প্রচলিত। অন্যদিকে, বুবলী গত বছরের কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত চয়নিকার ‘প্রহেলিকা’ সিনেমাটিতে কাজ করেন।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :