বিভাগীয় মামলা থেকে অব্যাহতি পেলেন সাহসী পুলিশ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আরেফ
আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতি বঞ্চিত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মো. আব্দুল্লাহ আরেফ ২০১৯ সালের একটি বিভাগীয় মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফ ফরিদপুর অঞ্চল নৌ পুলিশের সুপার থাকার সময় ২০১৯ সালের ১৭ অক্টোবর ঢাকার গুলশান-১ যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি অধীনস্ত ড্রাইভার ও অন্য পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন।
ব্যক্তিগত শুনানি, লিখিত জবাব, উভয়পক্ষের বক্তব্য, উপস্থাপিত প্রমাণাদি পর্যালোচনা করে মো. আব্দুল্লাহ আরেফের বিরুদ্ধে আনীত অসদাচরণের মতো তুচ্ছ অভিযোগ প্রমাণিত হয়নি। এমতাবস্থায় ফরিদপুর অঞ্চলের সাবেক নৌ পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফকে বিভাগীয় মামলার দায় হতে অব্যাহতি প্রদান করা হলো।
মো. আব্দুল্লাহ আরেফ পুলিশের ২০তম ব্যাচের কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি অত্যন্ত সাহসী কর্মকর্তা হিসেবে পরিচিত। আওয়ামী লীগের সময় বিনা কারণে তিনি পদোন্নতি বঞ্চিত ছিলেন। অথচ আব্দুল্লাহ আরেফের থেকে গ্রেডেশনে জুনিয়র ব্যাচের হয়েও আলোচিত-বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ ডিআইজি হয়েছেন।
পুলিশ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আরেফ একসময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডিতে ছিলেন। সেসময় ভারতে পালিয়ে থাকা এক শীর্ষ সন্ত্রাসীকে ধরে এনেছিলেন পুলিশের এই সাহসী কর্মকর্তা।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/ডিএম)