বেক্সিমকো গ্রুপ পরিচালনায় তত্ত্বাবধায়ক নিয়োগাদেশের অনুলিপি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৯ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৮

বেক্সিমকো গ্রুপ অব কোম্পানি পরিচালনার জন্য একজন রিসিভার (তত্ত্বাবধায়ক) নিয়োগে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ লিখিত এ আদেশ প্রকাশ করেন।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে গত ৫ গঠিত এই হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছিলেন। সেই আদেশের অনুলিপি আজ লিখিত আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশিত অনুলিপিতে রিসিভার নিয়োগের বিষয়টি রয়েছে এবং বেক্সিমকো গ্রুপ অব কোম্পানির সমস্ত সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করার নির্দেশ দেয়া হয়েছে।

একই সঙ্গে বেক্সিমকোর গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ আছে এবং বিদেশ থেকে এ গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন রিটকারি আইনজীবী মাসুদ আর সোবহান। আদালতে তিনি রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব ও সহকারি অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :