কুষ্টিয়া পৌরসভা থেকে তিন কাউন্সিলরকে আটক করল র্যাব
কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলরকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করে র্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়।
আটক তিন কাউন্সিলর হলেন- কুষ্টিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান নাগরিক তিন কাউন্সিলরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন সওদাগর বলেন, পৌরসভায় মাসিক মিটিং ছিল। মিটিং এ সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন। এর মধ্যে কয়েকজন কাউন্সিলর হাজিরাতে স্বাক্ষর করে চলে যান। বেলা ৩টার দিকে মিটিং শেষ করে কাউন্সিলররা বের হলে র্যাব তিনজনকে আটক করে নিয়ে যায়। তবে কি কারণে নিয়ে গেছে তা তিনি জানেন না বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় কয়েকজন কাউন্সিলর আসামি হয়েছেন। তারা আজকের মাসিক সভায় উপস্থিত হয়েছিলেন। তবে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেলা সাড়ে ১২টার দিকে চলে যান।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, কুষ্টিয়া মডেল থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/পিএস)