সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালত এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন একই এলাকার বাসিন্দা হাফিজ আহমদ। বাদীর ভাই জহুর আহমদ হামলায় আহত হয়েছিলেন উল্লেখ করে মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, “এম এ মান্নানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে।”

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বিপাকে আওয়ামী লীগ। এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপিসহ শীর্ষ পর্যায়ের অসংখ্য নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/টিটি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :