আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ গ্রেপ্তার ৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
| প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার ধরখার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—কসবা উপজেলার হারিয়াবহ গ্রামের শামসু মিয়ার চেলে কাউছার মিয়া (৪০), বড়টুবার কুদ্দুস মিয়ার ছেলে আবু কালাম (৪২) ও ধজনগর গ্রামের নুরু মিয়ার ছেলে সেলিম মিয়া (৫৫)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ওসি আবুল হাসিম বলেন, মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/পিএস)