কুমিল্লায় ৩১ হাজার ৬00 পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে ৩১ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ মো. আল আমিন আহমেদ রমজান নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিমসার বাজার সংলগ্ন কোরপাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রমজান শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার বেলুয়া ইউনিয়নের চর শিমুলচরা এলাকার সুরুজ মিয়ার ছেলে।
বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
প্রেস বিজ্ঞপ্তিতে ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। সংবাদদাতার তথ্য মতে সকাল ১০ টার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী তিস্তা এক্সক্লুসিভ বাসে অভিযান পরিচালনা করি। এসময় বাসের ই-১ সিটে বসা এক লোকের স্কুল ব্যাগ থেকে স্কচ ট্যাপ মোড়ানো ৩১ হাজার ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী এস আই মো. মুরাদ হোসেন গ্রেপ্তারকৃতের বরাত দিয়ে বলেন, সে ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে কুমিল্লার দাউদকান্দি থানার গৌরীপুর এলাকায় নিয়ে যাচ্ছিল। সেখান থেকে অপরাপর মাদক কারবারিদের সঙ্গে সেগুলো ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ বিষয়ে নিয়মিত মামলা হবে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে বের করবে এর সঙ্গে আর কে কে জড়িত আছে।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/পিএস)