গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ
স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলাদলের সভাপতি রওশান আরা রত্নাসহ দলের নেতাকর্মীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নেতাকর্মী আহত এবং সংগঠনের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখা।
শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক দিয়ে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
স্বেচ্ছাসেবক দলের রিয়াজুল ইসলাম রিয়াজ, ঢাকা মহানগর উত্তর এর সভাপতি শেখ মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনিসহ ঢাকা মহানগর উত্তর এর সকল থানাধীন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/জেবি