বগুড়ায় সাবেক যুবদল নেতাসহ তিনজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫

বগুড়ায় মেহেদী হাসান বাপ্পী (৪০) নামে এক সাবেক যুবদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টায় শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় যুবদলের আরও দুই কর্মী আহত হন।

হামলার শিকার বাপ্পী বগুড়া শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার বুলু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হামলার আগে বাপ্পী তার কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে শহরে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে বাপ্পীর উপর হামলা চালায়।

এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে বাপ্পীর শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে পালিয়ে যায়। হামলায় বাপ্পীর সঙ্গে থাকা মিঠু ও মোমিন নামে যুবদলের আরও দুই কর্মী আহত হন। তারা তিনজনই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

যুবদলের একটি সূত্র জানায়, গন্ডগ্রাম এলাকায় একটি টাইলস ফ্যাক্টরি থেকে তিন মাস পরপর পুরাতন বস্তা বিক্রি হয়। ৫ আগস্টের আগ পর্যন্ত এই পুরাতন বস্তা কেনাবেচা করতেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। সরকার পতনের পর এর নিয়ন্ত্রণ নিতে যায় যুবদলের নেতাকর্মীরা।

এ নিয়ে বাপ্পী ও সুরুজ নামে যুবদলের দুই নেতার দুই গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় গত ২১ আগস্ট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ্জামান সুরুজকে দল থেকে বহিষ্কার এবং মেহেদী হাসান বাপ্পীকে কৈফিয়ত তলব করা হয়। ওই বিরোধ থেকেই এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহীম জানান, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে এ হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে।’

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :