বগুড়ায় সাগর হত‌্যা: আ.লীগ-বিএনপির ১৯ জনের নামে মামলা

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২২
অ- অ+

বগুড়ার শাজাহানপুরের স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার এবং তার সহযোগী স্বপন মিয়াকে হত‌্যার ঘটনায় মামলা করা হ‌য়ে‌ছে। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীসহ ১৯ জনকে মামলায় আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার শাজাহানপুর থানায় নিহত সাগর তালুকদারের বড় বোন রোকসানা আকতার বর্ষা বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ও আশেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলীকে।

এছাড়া মামলার অন‌্যতম আসামিরা হলেন, যুবলীগ নেতা ছোট শাহীন এবং স্থানীয় বিএনপি নেতা ও নিহত সাগর তালুকদারের চাচা পান্নু তালুকদার ও বিএনপি কর্মী আব্দুল জলিল।

মামলার বাদী রোকসানা আকতার বর্ষা বলেন, গত বছরের ২ সেপ্টেম্বর সাবরুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পারভেজ হত্যার জের ধরে সাগরকে হত্যা করা হয়েছে। পারভেজ হত্যার সময় সাগর জেলখানায় ছিল। তারপরেও পারভেজ হত্যায় সাগরকে দায়ী করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, এখনও কেউ গ্রেপ্তার নেই। ত‌বে আসামিদের গ্রেপ্তারে আমা‌দে‌র অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সাগর তালুকদার তার দুই সহযোগী স্বপন এবং মুক্তারসহ মোটরসাইকেলে সাবরুল ছোট মণ্ডলপাড়ায় পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাস্তার পাশে মুরগির ফার্মের সামনে দুর্বৃত্তরা মোটরসাইকে‌লের গতিরোধ করে হামলা চালিায়। এতে ঘটনাস্থলেই সাগর ও স্বপন মারা যান এবং মুক্তার হোসেনের হাতের কবজি বিচ্ছিন্ন হ‌য়ে যায়। সাগর তালুকদারের নামে ৪টি হত্যাসহ, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও অপহরণের অভিযোগে ১৯টি মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানের মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত
কুমিল্লায় সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট অচল, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
ইরানকে সংঘাত বন্ধে প্রস্তাব দিলেন ট্রাম্প
২৪ ঘণ্টায় আরো ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা