দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে মানুষ আর গ্রহণ করবে না: মুহাম্মদ তাহের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৩

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘এ দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে আর গ্রহণ করবে না, লুটতরাজদের আর গ্রহণ করবে না।

শুক্রবার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্র-ইসলামী আন্দোলনের সাবেকদের নিয়ে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মাদ সেলিম উদ্দিন।

মুহাম্মদ তাহের বলেন, ‘এ দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।তিনি দ্বীন-ইসলাম কায়েম করতে প্রতি মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

জামায়াতের এই নেতা বলেন, ‘বাংলাদেশে মানুষের ভেতরে ইসলামের দৃষ্টি আকর্ষণ করেছে, দেশের মানুষ জানতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কী করতে চায়।

মুহাম্মদ তাহের বলেন, ‘৫৩ বছর ধরে অনেক দল ক্ষমতায় এসেছে। এখন মানুষ হতাশ, তারা বলতে চায়, ‘যারা দুর্নীতি করবে না, আমরা তাদের দলে যোগ দিতে চাই।লাখ লাখ হাজার কোটি টাকা পাচার করেছে ফ্যাসিস্ট সরকার।

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, ‘মানুষের কাছে যান, তারা কোন ধরনের লোককে ক্ষমতায় চায়- দুর্নীতি মুক্ত নাকি লুটতরাজদের? এটা প্রমাণিত হয়েছে, বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, তারা কোনো স্বৈরাচারকে বেশি দিন ক্ষমতায় থাকতে দেয় না।অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘প্রশাসনে যারা স্বৈরাচারের দোসর আছেন, তাদেরকে এখনও অপসারণ করা হয়নি, এদেরকে অপসারণ করুন। যে হারে ময়লা জমেছে তার সব কিছু আপনারা সংস্কার করতে পারবেন না, এটা সম্ভব নয়।

দুর্নীতির প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, ‘জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, এটা প্রমাণিত। আমাকে বলে, আপনাদের দুজন মন্ত্রী ছিলেন, তারা কেউ দুর্নীতি করেননি। আর যারা আছেন তাদেরকে প্রমাণ করতে হবে, দুর্নীতিমুক্ত থাকতে হবে, দুর্নীতিমুক্ত হতে হবে। পাঠ্যবইয়ে জামায়েতে ইসলামীকে নিয়ে কুৎসিত লেখা ছাপিয়েছে, এগুলো সংস্কার করুণ। এই বই অপবিত্র, এটাকে সাত বার ধুয়ে ফেলুন।

জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা বিরোধী দলে ছিলাম, কীভাবে আন্দোলন করতে হয় সেটা জানি, যদি দেখতে চান, দেখাব। তাই বলি, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরান, শুনেছি যে হাজার কোটি টাকা লুটপাট করছে, ইনি নাকি তার লোক। যারা ইসলামী ব্যাংকের টাকা লুটপাট করেছে তারা দুষ্টু। প্রয়োজনীয় সময় জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারকে দিতে চায়, তবে সংস্কারের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে অন্তর্বর্তী সরকারকে।

সময় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করছিল শেখ হাসিনা: নয়ন

মানুষের ভাগ্যের পরিবর্তনকেই সংস্কার মনে করে বিএনপি: তারেক রহমান

জনগণের দ্বারা নির্বাচিত সরকারই শ্রেষ্ঠ সরকার: মির্জা ফখরুল

ছলচাতুরি রেখে অবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের

সময় নেন তবে ফখরুদ্দিন-মঈনের মতো যেন না হয়: অন্তর্বর্তী সরকারকে ফারুক

স্বৈরশাসকের পতন হলেও বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা তৎপর: জুয়েল

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত আ.লীগ: হাছান মাহমুদ

জিয়াউর রহমানকে যে মানে না সে ফ্যাসিবাদের দালাল: দুদু

ফ্যাসিবাদের নেতাকর্মী এখনো বিভিন্ন সুযোগের অপেক্ষায় আছে: আলাল

গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে: নয়ন

এই বিভাগের সব খবর

শিরোনাম :