শেখ হাসিনা দেশে ফিরলে খুনের আসামি হিসেবে ফিরবে: বিএনপি নেতা শাহজাহান
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়েছে। যদি কখনও দেশে ফিরে আসে তাহলে রাজনৈতিক নেতা হিসেবে নয়, খুনের আসামি হিসেবে ফিরে আসবে সে।’
শুক্রবার সকালে নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।
সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘ আমরা যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই ছাত্র জনতা থেকে শুরু করে সবাইকে দেশ রক্ষায় সজাগ থাকতে হবে। সতর্কতায় কোনো ঘাটতি হলে আমাদের দেশের জন্য ক্ষতিকারক হবে এবং আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি আরও বলেন, ‘আমাকে হয়তো আপনারা ছোট করতে পারবেন, আমার নেতাকর্মীকে ছোট করতে পারবেন, আমাদের ১০জন বিএনপি নেতাকর্মীর ক্ষতি করতে পারবেন। কিন্তু জনগণ থেকে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে কখনো বিচ্যুত করতে পারবেন না। কারণ বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি খেটে খাওয়া শ্রমিকের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের সমর্থন পেয়েছিলেন।সাধারণ মানুষগুলো ভালোবাসা ও সমর্থন দিচ্ছে খালেদা জিয়াকে।’
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দীন, নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাসের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ওমর ফারুক টফি ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/পিএস)