ফিরলেন ৮৫ বাংলাদেশি, ফেরত গেলেন ১২৩ বিজিপি-সেনা সদস্য
প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৬
মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। একইসঙ্গে রাখাইন রাজ্যের অস্থিরতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এবং সেনা সদস্যদের ১২৩ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশি বেসরকারি মালিকানাধীন বেসরকারি জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে তারা ফিরেছেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে হস্তান্তর প্রক্রিয়া শেষে একই জাহাজে করে বিজিপি-সেনা সদস্যদের মিয়ানমারের জলসীমায় ফেরত পাঠানো হয়। সেখানে অবস্থান করা সেদেশের জাহাজে করে ফেরত যাবেন তারা।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে কঠোর নিরাপত্তায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এবং সেনা সদস্যদের ১২৩ সদস্যকে বাসে করে নিয়ে আসা হয় নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাটে।
বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মিয়ানমার থেকে কারাভোগ শেষে ফেরা বাংলাদেশিদের।
পুরো হস্তান্তর প্রক্রিয়ায় ছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বিজিবি ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মিয়ানমারের কর্মকর্তারা।
উল্লেখ্য, চলতি বছর ১৫ ফেব্রুয়ারি ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিপি, সেনা এবং কাস্টমস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ফেরত পাঠানো হয়েছিল। এরপর ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ২৮৮ সেনা ও বিজিপি ফেরত পাঠানো হয় এবং ১৭৩ বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ফেরত আসে। এরপর সর্বশেষ ৮ জুন একই ঘাট থেকে ১৩৪ জন বিজিপি এবং সেনা সদস্য মিয়ানমারে ফেরত যায় এবং মিয়ানমার থেকে ফেরত আসে ৪৫ জন বাংলাদেশি নাগরিক।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/পিএস)