অতিরিক্ত আইজিপি হলেন ৬ পুলিশ কর্মকর্তা

উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৬ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, পুলিশ স্টাফ কলেজ ঢাকার অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মতিউর রহমান শেখ (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পুলিশ অধিদপ্তর ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলম, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক সরদার তমিজ উদ্দিন আহমেদ (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পুলিশ অধিদপ্তর ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক মো. দেলোয়ার মিঞা, এসবির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. শাহ আলম এবং সারদা পুলিশ একাডেমির উপপুলিশ মহাপরিদর্শক মো. আবদুল্লাহ আল মাহমুদ।
(ঢাকাটাইমস/০২অক্টোবর/এলএম/এমআর)

মন্তব্য করুন