ভারতকে প্রাধান্য দিয়ে রাজনীতি করলে হারিয়ে যেতে হবে: জাগপা নেতা রহমত উল্লাহ
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৪, ১৯:৪১
ভারতকে প্রাধান্য দিয়ে রাজনীতি করলে হারিয়ে যেতে হবে: জাগপা নেতা রহমত উল্লাহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
ভারতকে প্রাধান্য দিয়ে রাজনীতি করলে হারিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভুঁইয়া।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক শহরের একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত 'ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন ও আগামীর বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে কিছু রাজনৈতিক দলের বৈঠক পরবর্তী বক্তব্যের সূত্র ধরে তিনি এ মন্তব্য করেছেন।
রহমত উল্লাহ বলেন, ‘দিল্লি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইলে পিলখানায় সেনা গণহত্যা, সীমান্তে চলমান গণহত্যা ও শাপলা চত্বরে মুসলিম গণহত্যার ঘটনায় বাংলাদেশের জনগণের নিকট ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ভারতীয় পরিকল্পনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক করাসহ ১/১১ এর সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ভারতীয় 'র' এর পরিকল্পনায় অন্যায়ভাবে যে নির্যাতন চালানো হয়েছে তার জন্যও ক্ষমা চাইতে হবে। তাহলে ভেবে দেখবো ভারতের সঙ্গে সম্পর্ক করা যায় কিনা।
জাগপার এ নেতা বলেন, ‘ছাত্র জনতা গণহত্যায় জড়িতকে আশ্রয় দেওয়া ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারত শেখ হাসিনার দোসর তাদেরকে প্রতিরোধ করা হবে।’
রহমত উল্লাহ আরও বলেন, ’২৪-এর ছাত্র জনতার আন্দোলনে ভারতের পরিকল্পনায় গণহত্যা ঘটেছিল। বাংলাদেশকে রক্তে রঞ্জিত করা ভারত এখন পার্বত্য চট্টগ্রামে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। দেশবাসী হুঁশিয়ার থাকবেন।’
(ঢাকাটাইমস/০২অক্টোবর/জেবি/পিএস)