দুর্গাপূজায় মণ্ডপে থাকবে বিএনপির স্বেচ্ছাসেবী টিম: নজরুল আজাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৪, ২০:০৪

বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে আছি। দুর্গাপূজা উপলক্ষ্যে অঙ্গ সংগঠনের সমন্বয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। আড়াইহাজার উপজেলায়ও স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে।’

নজরুল ইসলাম আজাদ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে আমাদের স্বেচ্ছাসেবী টিম কাজ করবেন। যাতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় কোনো ঘাটতি না হয়। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য পাশাপাশি থাকবো ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করছি। নিরাপত্তার পাশাপাশি আর্থিক সহযোগিতায় বিএনপির পক্ষে আমরা করবো। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই পাশাপাশি থেকে সহযোগিতা ও সহমর্মিতার অংশ হিসেবে বাস করবো।’

বিগত ১৭ বছরে হিন্দু সম্প্রদায়ের মানুষ আড়াইহাজারে অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষের জায়গা দখল থেকে শুরু করে মন্দিরও ভাঙচুর হয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে জানতে পারছি যে, অনেক স্থানে হিন্দুদের ওপর নির্যাতন নিপীড়ন হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ আমলে হিন্দুদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়।’

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন, সেনা কর্মকর্তা ইয়ামিন, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসূফ আলী মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আসিফ নজরুলকে হেনস্তাকারী শ্যামলের শাস্তি চান টাঙ্গাইলবাসী, রবিবার অবস্থান কর্মসূচি

মুজিব ও ফ্যাসিবাদের সংবিধান মুছে ফেলতে হবে: আবদুল হান্নান মাসুদ 

কুমিল্লায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

রসিকের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন 

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আলফাডাঙ্গায় আশ্রয়ণ-২ প্রকল্পে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৫ বছর পর রাজবাড়ীতে জামায়াতের রুকন সম্মেলন

রাবিতে 'ছাত্ররাজনীতি সংস্কার' বিষয়ে মতবিনিময় সভা

সাতক্ষীরা সীমান্তে ৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :