সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা আ.লীগ নেতার!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৬

ক্ষমতাচ্যুত সরকারের সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করতে পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম। দুই লাখ টাকার কথা উল্লেখ করেছেন তিনি।

আশরাফুল ইসলাম বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। বুধবার রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন, জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করা হলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। মুহূর্তে ভাইরাল সেই পোস্ট।

আশরাফুল ইসলাম তার পোস্টে লিখেছেন, ‘রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি-মন্ত্রী গ্রেপ্তারের খবর আমি চাই না। র্যা ব, ডিবি যদি রাজবাড়ীর সাবেক চোর ও দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করতে পারে, তবে তাদের ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে।’

জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও দেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সোচ্চার। বিশেষ করে রাজবাড়ী জেলার রাজনীতি ও নেতাদের অনিয়ম নিয়ে তিনি প্রায়ই লেখালেখি করেন।

এই আশরাফুল ইসলাম ২০১৫ সালে রাজবাড়ী জেলার মাদক ও সন্ত্রাস দমনে ৫০ হাজার টাকা পুরস্কার দিয়েছিলেন বলে জানা যায়। এবার তিনি পুরস্কার ঘোষণা করলেন জিল্লুল হাকিমকে গ্রেপ্তারের জন্য। এ নিয়ে নানা মহলে আলোচনা এখন তুঙ্গে।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এজে)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার

জেনেভায় উপদেষ্টাকে হেনস্তা: বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর ‘স্ট্যান্ড রিলিজ’

বড় ভাই আফিল উদ্দিন ও আমি সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের: বাণিজ্য উপদেষ্টা

উপদেষ্টারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন: মাহফুজ আলম

কল্যাণকর সভ্যতা গড়তে নতুন অর্থনৈতিক কাঠামো দরকার: জাতিসংঘ মহাসচিবকে প্রধান উপদেষ্টা

নারীদের সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে: শারমীন এস মুরশিদ

সিনিয়র স্টাফ নার্সের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৫৫২ জন

লিবিয়া-তিউনিসিয়া থেকে দেশে ফিরেছেন আটকে পড়া ১৬১ জন

নদীকেন্দ্রিক পর্যটন চালুর নির্দেশ 

এপিবিএন সদস্যদের দেশ ও জাতির স্বার্থে কাজ করার স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

এই বিভাগের সব খবর

শিরোনাম :