বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি ) কৃষিবিভাগের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণগুলোর মধ্যে ধানের চারা, ১০০ বস্তা সার, কীটনাশক ও ৭৫০০ বিভিন্ন প্রজাতির সবজির চারা। শুক্রবার নোবিপ্রবি ক্যাম্পাস প্রাঙ্গণে সকাল ১০টা থেকে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
কৃষি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তায় নিজস্ব রিসার্চ ফিল্ডে ২ একর জমিতে এই ধানের চারা উৎপাদন করা হয়। উৎপাদিত এই ধানের চারা দিয়ে ১২৬ বিঘা জমি রোপণ করা সম্ভব বলে জানান এগ্রিকালচার বিভাগটি। এছাড়া সার ও কীটনাশক এবং বিভিন্ন প্রকার সবজির চারা বিতরণে আর্থিক সাহায্য করেছে ঢাকা ব্যাংক পিএলসি।
বিতরণের সময় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিকুর রহমান ভূঁইয়া, অধ্যাপক ড. গাজী মো. মহসীন এবং সহযোগী অধ্যাপক ড. কাওসার হোসেন প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্ত এক কৃষক বলেন, ‘নোয়াখালীর স্বনামধন্য প্রতিষ্ঠান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিপার্টমেন্টের সহায়তায় আমরা ধানের চারা, সার এবং কীটনাশকসহ কিছু কৃষি উপকরণ পাচ্ছি। এসব চারা দিয়ে আমরা বন্যার ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ কৃষি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের।’
নোবিপ্রবি কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিকুর রহমান ভূঞা বলেন, ‘বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই কৃষি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের, উপজেলা কৃষি অফিসারদের। তাঁরা অনেক পরিশ্রম করেছেন। এর ধারাবাহিকতায় আমরা আজকে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করতে পেরেছি। এই মহৎ কাজে ঢাকা ব্যাংকসহ যারা আর্থিকভাবে, শারীরিকভাবে অর্থাৎ কায়িকশ্রম দিয়ে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ‘
(ঢাকা টাইমস/০৪অক্টোবর/এসএ)