শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির বৈঠক

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ১৮:৫৯ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ১৯:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার এই সিরিজ বৈঠক শুরু হবে। এদিন বিকাল সাড়ে ৫টায় আমার বাংলাদেশ পার্টির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা।

শুক্রবার বিষয়টি নিশ্চিক করেছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু।

মঞ্জু বলেন, ‘প্রধান উপদেষ্টার সাথে এবি পার্টির প্রতিনিধি দলের বৈঠক ও আলোচনা আগামীকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মাহফুজ আলম আজ (শুক্রবার) বিকালে টেলিফোনে আমাকে এ সময় জানিয়েছেন।’

প্রসঙ্গত, গত ১ অক্টোবর প্রধান উপদেষ্টার জাতিসংঘর সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আরও একদফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/এসআইএস)