সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল
বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে ষরযন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে করেছে ছাত্রদল।
শনিবার বিকালে কল্যানপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শ্যামলী ও খালেক পেট্রোলপাম্প হয়ে কল্যানপুর নতুন বাজারে গিয়ে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব ছিলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৈাহিদুল ইসলাম এরশাদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, ওলিউল্লাহ ওলি সরকারি বাংলা কলেজের সহ সভাপতি মিজানুর রহমান, ছাত্রদল নেতা খোরশেদ আলম বাবু, রিয়ান জোয়ার্দার, মো. সাব্বির আহমেদ, আমিরুল ইসলাম, আলী রাজ, কাজী আবু হুরায়রা সাদি, সোহাগ ডাকুয়া, রাকিবুল ইসলাম হৃদয়, ওবায়দুল্লা, আকাশ, মো. ফয়সাল, শাহনুর, সাইফুল, ইকরাম, মাসুম, ফয়সাল হোসেন, মো. জাহিদ, মো. রাসেল প্রমুখ।
(ঢাকাটাইমস/০৫অক্টোবর/জেবি/এমআর)