মহানবীকে কটুক্তির প্রতিবাদে মহিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ সা.-কে কটুক্তি করার প্রতিবাদে পটুয়াখালী মহিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার উদ্যোগে শেখ রাসেল সেতুর উপরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে আসর নামাজ শেষে মহিপুর কেন্দ্রীয় বায়তুন নাজাত জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সভাপতি মো. আফজাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন থানা শাখার উপদেষ্টা মো. নূরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মো. শহিদুল ইসলাম, তালিম ও তরিকত সম্পাদক মাওলানা মো. মজিবুর রহমান, ছাত্র হিযবুল্লাহর জেলা সদস্য সচিব মাওলানা মো. সোহেল মাহমুদ প্রমুখ।
এ সময় বক্তারা হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন এবং অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে ও ভারত সরকারকে আইনী পদক্ষেপ গ্রহণে কূটনৈতিকভাবে আবেদনের আহ্বান জানান।
এর আগে শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগ কলাপাড়া প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মাওলানা মো. মজিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ উপজেলা শাখার সদস্য মোস্তাফিজুর রহমান, মাওলানা বিল্লাল, মাওলানা মো. আলমগীর, মাওলানা মো. রহিম, মাওলানা মো. সোলায়মান, বাংলাদেশ জমইয়াতে যুব হিজবুল্লাহ উপজেলা শাখার সদস্য মাওলানা হেমায়েত উদ্দিন, বাংলাদেশ জমইয়াতে ছাত্র হিজবুল্লাহ উপজেলা শাখার সদস্য হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ।
(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এসআইএস)