আলফাডাঙ্গায় দুই আওয়ামী লীগ নেতা আটক
ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ও বুড়াইচ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিল কুমার বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১টার দিকে তাদের আটক করা হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত আনোয়ার হোসেন গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের মৃত হাসেম মোল্যার ছেলে, অনিল কুমার বিশ্বাস বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামের পঞ্চানন বিশ্বাসের ছেলে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঢাকা টাইমসকে জানান, ফরিদপুর সদর থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এফএ)