সাতক্ষীরা জেলা যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আটক
সাতক্ষীরা জেলা যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠুকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার রাত ১২টার দিকে সাতক্ষীরা নিউ মার্কেটস্থ তার নিজস্ব বাসভবন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নাসিম ফারুক খান মিঠু সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত আব্দুস সোবহান খানের ছেলে।
তিনি সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ২০১৬ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হন। এছাড়া তিনি দীর্ঘদিন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্নেল আরিফুজ্জামান বলেন, তাকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
(ঢাকা টাইমস/০৬অক্টোবর/এসএ)