মেঘনা উপজেলা বিএনপির বর্ধিত সভা

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১১:৪০ | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ২২:০৮

কুমিল্লা মেঘনা উপজেলায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে মেঘনা উপজেলা শাখা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক (শাহীন) এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদ উল্লাহ সরকার, অ্যাডভোকেট হাতেম আলী, আব্দুল মতিন, মো. শাহাব উদ্দিন, আব্দুল গাফফার ও জহিরুল ইসলাম।

প্রধান অতিথি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া মেঘনা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বলেন, “মেঘনা-কাঁঠালিয়া নদী দ্বারা পরিবেষ্টিত এই দ্বীপ এলাকার জনগণের প্রায় ৯০ শতাংশ বিএনপির সমর্থক। এজন্য এ এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভাটেরচর থেকে উপজেলা বাসস্ট্যান্ড পর্যন্ত সাড়ে ৯ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অযোগ্য থাকায় বিএনপির নেতাকর্মীরা নিজেদের অর্থায়নে রাস্তাটি মেরামত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের কাছ থেকে আমরা এ শিক্ষা পেয়েছি।”

তিনি আরও বলেন, “সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দিন। জনগণের সরকার এসে সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচন বিলম্বিত হলে জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে।”

সবশেষে মেঘনার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ মেঘনার উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে গঠনমূলক বক্তব্য রেখে সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম সরকার, গোবিন্দপুর ইউনিয়নের সভাপতি মো. বশির আহম্মেদ, ভাওরখোলা ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন, লুটেরচর ইউনিয়নের সভাপতি মো. শাহজালাল, মানিকারচর ইউনিয়নের আহ্বায়ক মো. মোকাররম হোসেন, রাধানগর ইউনিয়নের সদস্য সচিব মো. আমজাদ হোসেন, বড়কান্দা ইউনিয়নের সভাপতি মো. মাহফুজ।

আরও উপস্থিত ছিলেন- মেঘনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হান্নান সরকার, যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান লুদী, যুবদল নেতা মাসুরুল হক সরকার, মেঘনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ প্রমুখ।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এফএ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :