বাংলাদেশকে পেয়েই মাইলফলকে নাম লেখালেন দুই ভারতীয় পেসার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ১২:২৩

ভারতের কাছে টেস্টে হোয়াইটওয়াশের ক্ষত টি-টোয়েন্টি সিরিজে ভালো করে ভুলতে চেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্যেই সেই লক্ষ্যে গতকাল রবিবার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে এ ম্যাচেও পাত্তা পেলেন না লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের কাছে তারা হেরেছে ৭ উইকেটে।

বাংলাদেশর বিপক্ষে গতকালের ম্যাচে ছিলেন না জাসপ্রীত বুমরাহ, ঋষভ পান্ত, শিভাম দুবে কিংবা যশস্বী জয়সওয়ালরা। ভারত এদিন মাঠে নামিয়েছিল দ্বিতীয় সারির একটা দল। বিশ্বকাপজয়ী স্কোয়াড থেকে এই ম্যাচে মাত্র তিন জনকে নামিয়েছিল তারা। এমন দলের বিপক্ষেও সামান্য লড়াই করতে পারেনি বাংলাশে।

বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত করেছিলেন আর্শদীপ সিং। প্রথম ওভারে লিটন দাসকে সাজঘরে ফেরান তিনি। আর নিজের পরের ওভারে পারভেজ ইমনকে বোল্ড আউট করেন। আর এর সুবাদে বিশ্ব ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেন বিশ্বকাপজয়ী এই পেসার।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশিবার পাওয়ার প্লে-তে দুই বা তার বেশি উইকেট নেয়ার তালিকায় তিনে উঠে এসেছেন ভারতের এই পেসার। গতকাল বাংলাদেশের বিপক্ষে ৯ম বার পাওয়ার প্লে-তে দুই উইকেট শিকার করেছেন আর্শদীপ।

টি-টোয়েন্টির পাওয়ার প্লে-এর মাঝে সবচেয়ে বেশি দুই বা তার বেশি উইকেট নেয়ার রেকর্ড নিউজিল্যান্ডের টিম সাউদির। ১৩বার টি-টোয়েন্টির প্রথম ৬ ওভারের মধ্যে দুই উইকেট পেয়েছেন তিনি। দুইয়ে আছেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক। তার এমন কীর্তি আছে ১১ বার।

টাইগারদের বিপক্ষে দুই উইকেটের সুবাদে অভিষেকের পর থেকে পাওয়ার প্লে-তে ৩২ উইকেট শিকার করেছেন আর্শদীপ। টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিষেক হয় ২০২২ সালে। সেই সময়ের পর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের প্রথম ৬ ওভারে তার চেয়ে বেশি উইকেট পায়নি আর কেউই।

রেকর্ডবুকে নাম লিখিয়েছেন ভারতের আরেক পেসার মায়াঙ্ক যাদব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে নিজের প্রথম ওভারেই মেইডেন ওভার পেয়েছিলেন তিনি। ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে এসে কোনও রান দেননি মায়াঙ্ক। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এমন ঘটনা ঘটলো তৃতীয়বার।

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টিতে প্রথম ওভারেই মেইডেন পেয়েছিলেন অজিত আগারকার। ২০২২ সালে এমন কীর্তি গড়েন আর্শদীপ সিং। আর সবশেষ এমন কীর্তি গড়লেন মায়াঙ্ক যাদব।

(ঢাকাটাইমস/০৭ অক্টোবর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ইনজুরির কারণে আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেন গঞ্জালেস

১২ ছক্কা ৪৬ চারে অপরাজিত ৪২৬ রান, রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার

শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্ট বাতিল আইসিসির

২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় পাকিস্তানের

বাংলাদেশ দলের ভঙ্গুর ব্যাটিং অবস্থা নিয়ে যা বললেন কোচ সালাউদ্দিন

টানা চতুর্থ হারে লজ্জার রেকর্ড গড়লেন গার্দিওলা ও ম্যানসিটি

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি চেয়েছেন মোস্তাফিজ

মিলিতাও ও রদ্রিগোর বদলি হিসেবে ব্রাজিল দলে জায়গা পেলেন যারা

নাসুমের অসাধারণ প্রত্যাবর্তন নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

মেসি গোল পেলেও এমএলএসের প্লে-অফ থেকে ইন্টার মায়ামির বিদায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :