নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় গভীর উদ্বেগে ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ১৩:৪৩

মিয়ানমার থেকে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।

রবিবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউক্যাও সোয়েমোয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংঘাত নিয়ন্ত্রণ ও রাখাইন থেকে বাংলাদেশে বেসামরিক নাগরিক ও সশস্ত্র ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে সবধরনের ব্যবস্থা নেওয়ার জন্য মিয়ানমারকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

একইসঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের এসব নাগরিককে তাদের নিজ দেশে দ্রুত, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপরেও গুরুত্বারোপ করেন তিনি।

জবাবে রাখাইনে দ্রুত শৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার পাশাপাশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন শুরুর আশ্বাস দেন মিয়ানমারের রাষ্ট্রদূত।

বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য, শিপিং সংযোগ, জ্বালানি ও কৃষিক্ষেত্রে সহযোগিতার বিপুল সম্ভাবনার কথা স্বীকার করে উভয় পক্ষ। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হয়।

এ সময় নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র সচিব ও মিয়ানমারের রাষ্ট্রদূত একে-অপরকে অভিনন্দন জানান।

এছাড়া বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাপ্রকাশ করেন মিয়ানমারের রাষ্ট্রদূত।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এইচএ/এজে)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ঢাকায় অসুস্থ হয়ে ভারতীয় পর্যটকের মৃত্যু

আইসিএসসি সদস্য নির্বাচিত হলেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহিত

জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করা জরুরি: রিজওয়ানা হাসান 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মেহেদীকে শোকজ

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা

ছাত্র-জনতার বিপ্লবে বিদেশি শক্তির কৃতিত্ব নেই: মাহমুদুর রহমান

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত: সেনাপ্রধান

বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

সরকারি সফরে চীন গেলেন বিমান বাহিনী প্রধান

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির বাসে আগুন 

এই বিভাগের সব খবর

শিরোনাম :