রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সভা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কোড়ালিয়া স্পিডবোট ঘাটে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে মৎস্যজীবীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর (২২ দিন) ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, কেনা-বেচা ও বিনিময় করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
এছাড়াও এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)