রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সভা 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৬:১৫ | প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ১৫:৪৮

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় কোড়ালিয়া স্পিডবোট ঘাটে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে মৎস্যজীবীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারাৎ হোসেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন।

সভায় বক্তারা সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর (২২ দিন) ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, কেনা-বেচা ও বিনিময় করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

এছাড়াও এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :