বগুড়ায় পুকুরে ডুবে এক পরিবারের দুই শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ১৭:২৬
অ- অ+

বগুড়ার গাবতলীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর এলাকার আব্দুল্লাহেল কাফির মেয়ে প্রত্যাশা (৯) এবং মামুন ইসলামের মেয়ে নিশা (১০)। তারা দুজন চাচাতো বোন ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে তিন শিশু পুকুরে গোসল করতে যায়। এ সময় দুই শিশু পানিতে তলিয়ে গেলে অপর শিশুটি চিৎকার আর কান্না করতে থাকে। কান্নার শব্দে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে প্রত্যাশা ও নিশার লাশ পুকুর থেকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, দুই বোন প্রতিদিনই বাড়ির পাশের পুকুরে গোসল করতো বলে জানতে পেরেছি। উভয়ের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গাবতলী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির বিবেচনায় সব হতে দেওয়া যাবে না: হাসনাত 
পিআর পদ্ধতির মাধ্যমে অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায়: আজাদ
সাগরিকার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার জালে ৯ গোল বাংলাদেশের মেয়েদের
সম্পর্কের জটিলতার গল্পে শামীম-সামান্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা