হাইকোর্টে একসঙ্গে ৫ নারী বিচারপতি নিয়োগ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথমবারের মতো পাঁচ নারী আইনজীবী একসঙ্গে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। এতে দেশের সর্বোচ্চ আদালতে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া ৫ নারী বিচারপতি হলেন— বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকা, বিচারপতি তামান্না রহমান ও বিচারপতি সাথিকা হোসেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৮ অক্টোবর) তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) তাদের শপথ পড়ানো হয়।
এদিকে একইসঙ্গে পাঁচজন নারী বিচারপতি নিয়োগ পাওয়াকে দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। সাধুবাদ জানিয়ে তার বলছেন, কর্মদক্ষতা ও মেধার বলে এই নারী বিচারপতিরা এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় অন্য নারীরাও অনুপ্রাণিত হবেন।
এ ব্যাপারে আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান ও আপিল বিভাগের সাবেক বিচারপতি জিনাত আরা প্রতিক্রিয়া জানিয়ে একটি গণমাধ্যমকে বলেন, আইন পেশায় নারীরা ভালো করছেন, নারীদের যে অগ্রগতি হয়েছে, এ নিয়োগ থেকে তা বোঝা যায়। ভবিষ্যতে নারীরা আইন পেশায় আরও ভালো করবেন, বিচার বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এই আশা রাখছি।
গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
ঢাকাটাইমস/১০অক্টোবর/ইএস