চাঁদপুরে ইলিশের বাজারে রেকর্ড দাম

মাজহারুল ইসলাম অনিক, চাঁদপুর
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ১১:৫৬

আগামী দুই দিনের মধ্যে চাঁদপুরের নৌ সীমানায় মা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যেখানে ইলিশ ধরা, মজুত এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এই অবস্থায়, চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম অতীতের সব রেকর্ডকে অতিক্রম করেছে। ভরা মৌসুমে ইলিশের দাম নিয়ে ক্ষুব্ধ ক্রেতা- বিক্রেতা। নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণির মানুষও ইলিশ কিনতে হিমশিম খাচ্ছেন।

সরজমিনে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাটে গিয়ে দেখা গেছে, ইলিশের দাম প্রতি কেজিতে বেড়েছে ৫০০-৬০০ টাকা। চাঁদপুরের ইতিহাসে ইলিশের এমন দাম ওঠাটা বিরল ঘটনা বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা। এক কেজি পরিমাণের একটা ইলিশের দাম ২৪০০-২৫০০ টাকা।

২০ বছর ধরে বাজারে মাছ বিক্রির সঙ্গে যুক্ত একজন ইলিশ বিক্রেতা বলেন, এখন যে দাম তাতে সাধারণ মানুষের পক্ষে সিজনে একটা বড় ইলিশ কিনে খাওয়াটা কঠিন। এর মাঝে চলছে পূজা।

এদিকে ইলিশের ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় কয়েকদিন ধরেই দেশের অন্যতম বৃহৎ ইলিশের খুচরা ও পাইকারি বাজার বড়স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ। এর আগে মাছঘাটে প্রতিদিন ৫০০-৭০০ মণ ইলিশ সরবরাহ হলেও বর্তমানে ঘাটে একশ' মণ ইলিশের আমদানি হচ্ছে না।

যার কারণে এক লাফে ইলিশের দাম ১৭০০-১৮০০ টাকা কেজি হয়েছে, আর বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ১৭০০ থেকে ১৮০০ টাকা। এছাড়া এক কেজির বেশি ওজনের ইলিশের দাম ২৮০০ টাকা থেকে তিন হাজার টাকাও বিক্রি হচ্ছে। অথচ আর একদিন পরেই মা ইলিশ সংরক্ষণে নদীতে ২২ দিনের অভিযান শুরু হবে। এই সময় চাঁদপুর সহ সাগর ও উপকূলীয় নদ-নদীতে ব্যাপক ইলিশ ধরা পড়ার কথা। এবার হয়েছে তার উল্টো। এই সময়ে তাই দুই তৃতীয়াংশ ইলিশের আমদানি চাঁদপুর মাছঘাটে কমে গেছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার।

এ বছর ইলিশের দাম বেশি হওয়ার পেছনে সরকার ইলিশ শিকারী এবং ব্যবসায়ীরা প্রধানত ইলিশের কম প্রাপ্যতাকেই দায়ী করছেন। নদ-নদীতে ইলিশ স্বল্পতার কথা উল্লেখ করে বিক্রেতারা বলছেন, ভারতে রপ্তানির ঘোষণা দেওয়ার পর দাম আরো বেড়েছে।

সরেজমিনে চাঁদপুরের নদীতে ইলিশের নৌকায় হরিনা ঘাটে গিয়ে দেখা গেল, জালে ইলিশ ধরা পড়ছে কম। মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার অভিজ্ঞতা ভুলতে বসেছে জেলেরা। এ মৌসুমে সর্বোচ্চ একদিনে ছোট-বড় মিলিয়ে পাঁচ-সাত হালি ইলিশ পেয়েছিলেন বলে জানান হরিনা ঘাটের আড়তদার মনির শেখের এক জেলে।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করে বেসরকারি সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব। ক্যাবের তথ্য অনুযায়ী, ভরা মৌসুমে ২০১৪ সালে ৫০০-১০০০ গ্রাম ওজনের ইলিশের গড় দাম ছিল ৫০৫ টাকা। বর্তমান বাজারে সেটি কম-বেশি ১৫০০ টাকা। সুপার শপগুলোতেও এক কেজি সাইজের ইলিশের কেজি কম-বেশি দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারেও সাগর ও নদীর মাছভেদে ইলিশের কেজি ১৭০০ টাকা থেকে দুই হাজার টাকা।

(ঢাকা টাইমস/১১অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আসিফ নজরুলকে হেনস্তাকারী শ্যামলের শাস্তি চান টাঙ্গাইলবাসী, রবিবার অবস্থান কর্মসূচি

মুজিব ও ফ্যাসিবাদের সংবিধান মুছে ফেলতে হবে: আবদুল হান্নান মাসুদ 

কুমিল্লায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

রসিকের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন 

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আলফাডাঙ্গায় আশ্রয়ণ-২ প্রকল্পে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৫ বছর পর রাজবাড়ীতে জামায়াতের রুকন সম্মেলন

রাবিতে 'ছাত্ররাজনীতি সংস্কার' বিষয়ে মতবিনিময় সভা

সাতক্ষীরা সীমান্তে ৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :