মাহমুদউল্লাহ রিয়াদকে নিলো না বরিশাল
প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ১১:৩৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ১১:৩৬
আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। আসন্ন এই আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। আসন্ন আসর নিয়ে তোরজোড় শুরু হয়ে গিয়েছে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে একের পর এক ক্রিকেটারকে দলে টানছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অনেক ক্রিকেটারকে রিটেইনও করা হয়েছে। তবে এই দুই উপায়ে এখন পর্যন্ত দল পাননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলটির প্রথম শিরোপা জয়ে বড় অবদানও রেখেছিলেন তিনি। তবে এবারের আসরের জন্য তামিম এবং মুশফিককে রিটেইন করলেও রিয়াদকে আর ধরে রাখেনি ফরচুন বরিশাল। তবে নিলাম থেকে আবারও রিয়াদকে নেওয়ার সুযোগ আছে দলটির সামনে।
রিটেইনের নতুন নিয়মে দুজনকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সে হিসেবে মুশফিক এবং তামিমকে রিটেইন করেছে বরিশাল। এছাড়া সরাসরি চুক্তিতে খেলবেন তাওহীদ হৃদয়। দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।
এবারের আসরের জন্য বিদেশি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের ডেভিড মালান এবং ফাহিম আশরাফকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে বরিশাল। গতবার প্রায় পুরো আসর খেললেও এবার পুরোটা সময় তাকে পাচ্ছে না বরিশাল। টুর্নামেন্টের শেষদিকে বরিশালের স্কোয়াডে যোগ দেবেন তিনি এবং ডেভিড মিলার।
কোচিং স্টাফেও আসছে পরিবর্তন। গতবার অভিজ্ঞ কোচ ডেভ হোয়াটমোর বরিশালের ডাগআউটের অংশ হলেও এবার তিনি থাকছেন না। প্রধান কোচ হিসেবে আগের মতই থাকবেন মিজানুর রহমান বাবুল। এ ছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকবেন নাফিস ইকবাল।
(ঢাকাটাইমস/১২ অক্টোবর/এনবিডব্লিউ)