চাকরিতে প্রবেশের বয়সসীমা কত হচ্ছে? যে সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, ২০:১১
ফাইল ছবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ ও নারীদের হবে ৩৭ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন একদল চাকরিপ্রত্যাশী। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর কয়েক দফায় কর্মসূচি পালন করেছেন তারা। সম্প্রতি কয়েক শ চাকরিপ্রত্যাশী শাহবাগে সমবেত হন। একপর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে অবস্থান নেন। সেদিন তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এরপরও চাকরিপ্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি জানান।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর দাবির বিষয়টি পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। এই কমিটির প্রধান করা হয়েছিল সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। কমিটির সদস্যসচিব ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটিতে আরও তিনজন সদস্য ছিলেন। এক সপ্তাহ পর সরকারের কাছে সুপারিশ দিয়েছে কমিটি।

এতে বলা হয়েছে, দেশের শিক্ষাব্যবস্থা, পরীক্ষার ধরন ও কর্মসংস্থানের সুযোগের বিষয়টি আমলে নিয়ে সরকারি চাকরির আবেদনে পুরুষের বয়স সর্বোচ্চ ৩৫ বছর, আর নারীদের ৩৭ বছর। তবে অবসরের বয়সসীমা ৫৯ বছরই সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি।

উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান হলে ৩২ বছর।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এপিবিএন সদস্যদের দেশ ও জাতির স্বার্থে কাজ করার স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা: সংস্কৃতি উপদেষ্টা

আ.লীগ আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতি তদন্তে ‘সত্যানুসন্ধান’ কমিটি

উত্তরাঞ্চল থেকে উপদেষ্টার দাবিতে আবার ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

এবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

নেপাল-ভুটানের জলবিদ্যুৎ ভাগাভাগি করতে দক্ষিণ এশিয়া গ্রিড স্থাপনের আহ্বান ড. ইউনূসের

‘শূন্য বর্জ্য ও শূন্য কার্বন’-এর ওপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়তে হবে: প্রধান উপদেষ্টা

মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা উচিত: মাহফুজ আলম

এজেন্ট হিসেবে ঢুকে কাউকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা সফল হবে না: সারজিস

ঋণ একটি মানবাধিকার: প্রধান উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :