‘বহু নাম-পরিচয়ে প্রতারণা’ করতেন তিনি
প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৪, ১০:১৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ১০:৩৪
ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম মাসুম বিল্লাহ ফারদিন।
খাদিজা ইসলাম রীম (৩০) নামে এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে শনিবার উত্তরার ৫নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ ঢাকা টাইমসকে এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “সংগীত শিল্পী, অভিনেতা, রাজনৈতিক দলের নেতা, ডেভলপার কোম্পানির ডিরেক্টর, ট্যুরিজম কোম্পানির ডিরেক্টর, আইন ও শালিশ কেন্দ্রের পরিচালক, বিপিএল কিক্রেট টিমের ব্রান্ড অ্যাম্বাসেডরসহ নানা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতারণার ফাঁদ পেতে অসংখ্য মানুষকে নিঃস্ব করেছেন মাসুম বিল্লাল ফারদিন। টেলিভিশনের টক শোতে উপস্থিতি ও জনপ্রিয় তারকাদের সঙ্গে ছবি তুলে তা প্রচার করে নারীদের ফাঁদে ফেলতেন তিনি।”
তিনি আরও বলেন, “গত বছর মাসুম বিল্লাল ফারদিনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় একই ধরনের অপরাধে জড়িত হন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলার থাকার তথ্য পাওয়া গেছে।
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএম/এফএ)