বরিশাল শেবাচিম হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৪, ১১:৩৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ১৬:৪৯
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৯টার দিকে মেডিসিন ভবনের নিচ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে রোগীদের বিছানায় মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বরিশাল ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মেডিসিন বিভাগের নিচ তলার কিছু বিছানা ও জরুরি কাগজপত্র পুড়ে গেছে।
বরিশাল ফায়ার সার্ভিস কর্মকর্তা বেল্লাল হোসেন বলেন, ‘সকাল ৯টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে অগ্নিকাণ্ডের কথা শুনে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।’
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এজে)