সবাই মিলে ফ্যাসিস্ট সরকার তাড়িয়েছি ডেঙ্গুকেও তাড়াব: ডা. রফিক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ১৯:৪০

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দুই দশক ধরে জনগণের কাঁধে চেপে বসা রক্তচোষা ফ্যাসিস্ট সরকারকে ছাত্র-জনতা মিলে তাড়িয়েছি। এবার সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভয়াবহ ডেঙ্গু মশাকেও তাড়াতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু রোগের উৎস এডিস মশা নির্মূলে নগরবাসী সম্মিলিতভাবে প্রচেষ্টা চালালে অবশ্যই এর প্রাদুর্ভাব রোধ করা সম্ভব।

শনিবার নয়া পল্টনের মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

ডা. রফিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যেই দলের নেতাকর্মীদেরকে ডেঙ্গু প্রতিরোধে প্রথমে জনসচেতনতা সৃষ্টি, দ্বিতীয়তঃ ডেঙ্গু রোগ হলে তার প্রতিকারে নগরবাসীর পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক বিএনপি- ঢাকা মহানগর দক্ষিণ ইতোমধ্যে জনসচেতনা তৈরিতে মাইকিং ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করে আসছে, যা অব্যাহত থাকবে। ঢাকা মহানগরে ডেঙ্গু রোগীদের রক্তের প্লাটিলেটের প্রয়োজনে রক্তের চাহিদা মেটাতে বিএনপি নেতাকর্মীদের রক্তদানের জন্য একটি গ্রুপ তৈরি করেছে। এই গ্রুপে নগর দক্ষিণ বিএনপির রক্তদানে ইচ্ছুক নেতাকর্মীদের নাম মোবাইল নাম্বার রক্তের গ্রুপ সহ সব তথ্যাদি একটি ওয়েবসাইটে দেয়া থাকবে, মহানগর দক্ষিণে দুটি হট লাইন নাম্বার ২৪ ঘন্টা চালু থাকবে যাতে নগরবাসী ডেঙ্গু রোগ হলে রক্ত সহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন।

ডা. রফিক বিএনপির এই উদ্যোগকে সাফল্যমন্ডিত করতে নগরবাসীর প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

নগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল যুগ্ম আহ্বায়কসহ সদস্যবৃন্দ এবং থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে তানভীর আহমেদ রবিন বলেন, মানুষ তার সদিচ্ছা এবং কর্মযজ্ঞ দিয়ে অতীতে অনেক বড় বড় সমস্যার সমাধান করেছে। ডায়রিয়া, কলেরা, গুটি বসন্তের মতো ভয়াবহ রোগকেও জয় করেছে। তাই এবার আসুন আমরা ঢাকাবাসী ঐক্যবদ্ধভাবে আন্তরিকতা দিয়ে নিজেদের শহরকে এডিস মশামুক্ত করি এবং ডেঙ্গুকে চিরতরে বিদায় করি।

সভা শেষে নগরবাসীর বিতরণের জন্য ঢাকা মহানগর দক্ষিণের ৮০টি সাংগঠনিক ওয়ার্ডে লিফলেট পৌঁছে দেওয়া হয় এবং ১৪ অক্টোবর থেকে প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে রিকশাযোগে মাইকিং ও বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/জেবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত আ.লীগ: হাছান মাহমুদ

জিয়াউর রহমানকে যে মানে না সে ফ্যাসিবাদের দালাল: দুদু

ফ্যাসিবাদের নেতাকর্মী এখনো বিভিন্ন সুযোগের অপেক্ষায় আছে: আলাল

গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে: নয়ন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল, সদস্য সচিব মোস্তফা

দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে: আবদুল হালিম

আ. লীগের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি: মুন্না

জিয়াউর রহমান আওয়ামী লীগের সেকেন্ড নেতা: গয়েশ্বর 

১০ জেলা ও মহানগরে কমিটি ঘোষণা করল বিএনপি

সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন, ‘তিন দাবি পূরণের আশ্বাস’

এই বিভাগের সব খবর

শিরোনাম :