কুড়িগ্রামে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, যুবক আটক
কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে জুবায়ের ইসলাম সাজু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।
আটক জুবায়ের ইসলাম সাজু উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশজানি গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় নিশ্চিত করেছে জেলা পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকালে সাজু তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট করেন। পরবর্তীতে সেই পোস্টকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তাকে ধরতে ভুরুঙ্গামারী থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কটূক্তিকারী সাজুকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। ঘটনার উদ্দেশ্য জানারও চেষ্টা চলছে।’
(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এজে)