বাউফলে বিএনপি নেতাকে অব্যাহতি
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা হওয়ায় দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান মিল্টন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতিপত্রে তার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার মদনপুরা ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি মো. আনোয়ার হোসেন চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করে আসছিলেন। গত বুধবার আনোয়ার ওই দোকানে নিয়ে আবারও ধর্ষণ করে। এরপর ওই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। শিশুটি এ বিষয়টি তার মাকে জানায়। পরে তিনি চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ধর্ষিত শিশুর মা অভিযোগ করে বলেন, বিষয়টি জানাজানি হলে ধর্ষকের পক্ষ থেকে এ বিষয়ে বাড়াবাড়ি এবং মামলা না করার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। কয়েক দিন পর পুলিশ বিষয়টি লোকমুখে খবর পেয়ে আমাকে থানায় আসতে বলেন এবং রবিবার সন্ধ্যায় তিনি মামলা করেন।
এদিকে একটি সূত্রে জানা গেছে, ধর্ষকের পক্ষ নিয়ে একটি প্রভাবশালী মহল ’ধর্ষণের’ ঘটনাটিকে ’ধর্ষণের চেষ্টা’ এমন ঘটনা সাজানোর চেষ্টা করছে।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরদিকে শিশুকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি আরো বলেন, অপরাধীর ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।(ঢাকা টাইমস/১৪অক্টোবর/এসএ)